ক্লোজআপ ওয়ান তারকা সালমার নতুন গান ‘বন্ধুরে তুই পরান পাখি’, লিখেছেন গীতিকার মুসা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১২:২৬:৩২ অপরাহ্ন
আবুধাবি সংবাদদাতা : জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা এবার কন্ঠ দিলেন কবি ও গীতিকার মুসা’র লেখা গানে,গানটিতে সুর সংযোজন করেছেন ফোক মাল্টিমিডিয়ার ব্যানারে এস, রুহুল এবং গানটির পরিচালক ছিলেন তরুণ প্রজন্মের নির্মাতা শুভ শীল। জানা যায়, পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলেসহ ইলেকট্রনিকস মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গানটি রিলিজ করা হবে, গানটির বিষয় নিয়ে কন্ঠ শিল্পী সালমার সাথে কথা বললে তিনি জানান, আমি আমার লাইফে অনেক গানে কন্ঠ দিয়েছি বরাবর এর মতো এবারও একটি নতুন একটি চমৎকার গানে কন্ঠ দিয়েছি গানটির কথাগুলো আমার খুবই ভালো লাগলো এবং আমি যতটুকু পেরেছি ভালো গাওয়ার চেষ্টা করেছি। “আমার মনে হলো আমার গাওয়া এযাবৎকালের সবচেয়ে সেরা একটা গান তৈরি হলো এবার, খুব স্বতঃস্ফূর্ত ভাবে গানটি পরিবেশন করলাম আশা করি দর্শকরা গানটিকে ভালোবেসে গ্রহন করবেন।’