দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৪৮৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ৬:৩১:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন।
শনিবার ১৭ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার নমুনা পরীক্ষা করে আট হাজার ৪৮৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।
এর আগে শুক্রবার একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর । একই সময়ে নতুন ১২ হাজার ১৪৮ জন রোগী আক্রান্ত হয়।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন।
সরকারি হিসাবে গত একদিনে আরও আট হাজার ৮২০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ২৩ হাজার ১৬৩ জন।