নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ১:৩১:০৮ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরি কমিটি এক সভা গত ৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ইষ্ট লন্ডনের চিলি গার্লিক রেষ্টুরেন্টে ট্রাষ্টের সভাপতি আলহাজ শফিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ট্রাষ্টের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টের কোষাধ্যক্ষ জামাল হোসেন। সভায় বিভিন্ন সময়ে বাংলাদেশে অসহায় গরীব মানুষের জন্য যে খাবার সরবরাহ করা হয় তার হিসাব নিকাশ করা হয়। এছাড়াও আগামী বার্ষিক আন্দন ভ্রমনের দিন নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আজিজুর রহমান জয়নাল, উপদেষ্টা সেলিম উদ্দিন আহমদ, মুজিবুর রহমান মনা, মিজানুর রহমান দোলন, সহ-সভাপতি আবুল হোসেন, সহ কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য সায়াদ উদ্দিন, শাওন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি