কোরবানির জন্যে সিলেটে ২ লক্ষাধিক পশু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ১১:৩৮:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ: গরু মহিষ ছাগল ভেড়া সব মিলিয়ে ঈদুল আজহায় কুরবানির জন্য সিলেট বিভাগে প্রায় ২ লক্ষাধিক পশু মজুদ রয়েছে। সরকারি প্রাণিসম্পদ বিভাগের হিসাবে ১ লাখ ৭৭ হাজার ৮০৫টি পশু মজুদ আছে।
এই পরিমাণ কোরবানির পশু থাকায় সিলেটের বাইরে থেকে পশু আনার প্রয়োজন নেই বলে মনে করেন সচেতন ব্যক্তিরা।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী জানান, কোরবানির ঈদে এসব পশু বিক্রির জন্য প্রায় ২০০ অস্থায়ী পশুর হাট বসবে সিলেট বিভাগে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে ১২ হাজার ৯৭২ জন খামারির কাছে ১ লাখ ৭৭ হাজার ৮০৫টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৮ হাজার ৭৯৩টি, মৌলভীবাজার জেলায় ৩২ হাজার ৫২৯টি, হবিগঞ্জে ৩৭ হাজার ৬২৮টি এবং সুনামগঞ্জে ৪৮ হাজার ৮৫৫টি কোরবানি যোগ্য পশু রয়েছে।




