সিলেটে এতো ভিড়, এতো জ্যাম, এতো গরম, ত্রাহি ত্রাহি অবস্থা আজ!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২১, ১২:৪৪:৩০ অপরাহ্ন
অনুপম নিউজ : বেলা একটায় হুমায়ূন রশিদ চত্বর থেকে কোনো সিএনজি বন্দর যাচ্ছে না। কারণ কি? নাইওরপুল থেকে বন্দর একেবারে অচলাবস্থা। দশ টাকা ভাড়া সিএনজিতে জনপ্রতি হুমায়ূন চত্বর টু বন্দর। সিএনজি যাবে না। যাবে উবার-মোটরসাইকেল, ভাড়া একজন ৫০/৬০ টাকা।
টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের পর শিথিলের প্রথম দিন সিলেট মহানগরে কোথাও সুস্থির দাঁড়াবার উপায় নেই। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়, যানজট আর গরমে ত্রাহি ত্রাহি অবস্থা সিলেটে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
![]()
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহনগরের, শাহজালাল ব্রিজ, শাহাজালাল উপশহর,কিনব্রিজ লামাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, মদিনা মার্কেট, শিবগঞ্জ, টিলাগড়, দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ূন রশীদ চত্বর এলাকায় দীর্ঘ যানজট ও মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালেও যাত্রীদের চাপ ছিল খুব।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় মানুষের তেমন যাতায়াত দেখা না গেলেও দুপুর ১২টা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। বেশিভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। মাস্কপরা খুব কম। ভিড়ে আর সামাজিক দূরত্ব রক্ষা হয় কেমনে! বিকেলে লকেল বাসেও ভিড়।
![]()




