দেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২ হাজার ২৩৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২১, ৬:৫৬:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন । এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের করোনা আক্রান্ত হলো।
বৃহস্পতিবার ১৫ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪৪ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৮৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে ৭৪ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে আরও ১০ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৮ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫১।