অভিনব সখ: বধু হতে গাড়ির বনেটে বসে যাচ্ছিলেন, সবাই গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ৪:০৬:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক :অভিনব এক সখ ওর করোনায় বিপর্যস্ত ভারতে! গাড়ির বনেটে বসে কনে যাচ্ছে বধু হতে। ছবি ওঠাচ্ছিলেন রাস্তার মোড়ে মোড়ে। কিন্তু পুলিশ ছাড়ে নি তাদের। গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছরের কনেসহ গাড়ির ভিতরে থাকা ঘনিষ্ঠজনেরা।
মঙ্গলবার পুণের বাসিন্দা ওই কনে সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।
গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।
এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা হয়েছে।