বাংলাদেশ থেকে আমিরাতে যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা বাড়লো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ৭:৪৪:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
এমিরেটস ওয়েবসাইটে দেওয়া তথ্য বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হতে দুবাইগামী সব যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন না। তবে, যারা আমিরাতের গোল্ডেন ভিসাধারী তারা শর্তসাপেক্ষে আমিরাতে প্রবেশ করতে পারবেন। ’
গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে ছেড়ে আসা ফ্লাইট নিষিদ্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপর ১৩ মে সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ওপর।