একদিনে মৃত্যু হলো আরও ৬ হাজারের বেশি, বর্তমানে আক্রান্ত ১২ কোটির অধিক, মোট মৃত্যু ৪০,৫৫,৯৩৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ১২:১৯:০২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল পর্যন্ত) বিভিন্ন দেশে আরও ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে মোট মৃত্যু ৪০ লাখ ৫৫ হাজারের বেশি। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ১৮,৮০,৮৪,৩৭৯, মোট মৃত্যু ৪০, ৫৫,৯৩৯, মোট সুস্থ হয়েছেন, ১৭ কোটি ২০ লক্ষ ২৩ হাজার ৬৫৩ জন। বর্তমানে আক্রান্ত রয়েছেন ১২ কোটি ৪ হাজার ৭৮৭ জন।
টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ৮৯১ জনের মৃত্যু হয়েছে সেখানে। এদিন সংক্রমণের দিক থেকেও শীর্ষে ছিল দেশটি। সংক্রমিত শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪শ’য়ে ওপর।
দৈনিক মৃত্যু সংখ্যায় পরের অবস্থানে ব্রাজিল। সোমবার ৭৬৫ জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। ৭ শতাধিক মৃত্যু হয়েছে রাশিয়াতেও। ৫শ’য়ের ওপর প্রাণহানি দেখলো কলম্বিয়া।
এদিকে আরেক লাতিন দেশ আর্জেন্টিনাতেও মারা গেছে ৫শ’য়ের কাছাকাছি। এদিন ভারতে কিছুটা কম ছিল প্রাণহানি। ৪৯৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সাড়ে ২৭ হাজারের মতো মানুষ চিহ্নিত হয়েছে সংক্রমিত হিসেবে।