‘কঠোর লকডাউন’-র ১২তম দিনে সিলেটে ১২৮ মামলা, ৯৫ গাড়ি আটক, ২ লক্ষাধিক টাকা জরিমানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ১০:৪৯:৪৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ‘কঠোর লকডাউন’এর ১২তম দিন সোমবার (১২ জুলাই) সিলেট নগরসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন ১২৮টি মামলায় ২ লক্ষাধিক টাকা জরিমানা করেছে।
সোমবার অন্যান্য দিনের তুলনায় মানুষের আনাগোনা এবং রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি ছিল। বিচ্ছিন্নভাবে নগরীর বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সা চলতে দেখা গেছে।
ওদিকে, ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে অন্যান্য দিনের ন্যায় সোমবারও মাঠে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ও র্যাব সদস্যরা। সিলেট মহানগর পুলিশ একাধিকস্থানে চেকপোস্ট বসিয়ে চালিয়েছে তল্লাশী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পাশাপাশি অনেককে জরিমানা করা হয়েছে। তবে, জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পেরেছেন।
সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাববধানে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৫টি মোবাইল টিম গতকালও একযোগে অভিযান পরিচালনা করেছে। এ সময় ১২৮টি মামলায় ২ লাখ ২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মহানগর পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের প্রয়োজনে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ২৪ ঘন্টা মোবাইল ডিউটিসহ নিরলসভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় সোমবার লকডাউনের ১২তম দিনে বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৮৮টি যানবাহনে মামলা, ৯৫টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় হয়েছে। আটককৃত যানবাহনের মধ্যে সিএনজি অটোরিক্সা ৩০টি, মোটরসাইকেল ১৯টি, প্রাইভেট কার ৬টি ও অন্যান্য ৪০টি রয়েছে।




