লেবানন থেকে ১৫ জুলাই আরও ৪২২ জন দেশে ফিরবেন যদি..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ১২:৩৬:০১ অপরাহ্ন
ওয়াসীম আকরাম, লেবানন থেকে: স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাসের বিশেষ কর্মসূচী ২০২০/২১-এ যারা নাম নিবন্ধন করেছেন এবং লেবানন জেনারেল সিকিউরিটি হতে যাদের ক্লিয়ারেন্স পাওয়া গেছে তাদের সিরিয়াল প্রকাশ করেছে দূতাবাস।
দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ১২ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেবাননে জন্মগ্রহণকারী সন্তানসহ মোট ৪২২ জনকে আগামী ১৪ জুলাই বুধবার করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। যারা করোনা টেস্ট নেগেটিভ জমা দিয়ে টিকিট নিশ্চিত করবে তাদেরকে ১৫ জুলাই বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে।
প্রকাশিত তালিকাভূক্তদেরকে ১৩ জুলাই মঙ্গলবার করোনা টেস্ট করতে বলা হয়েছে। এছাড়া আগামী ১৪ জুলাই বুধবার আল আনসার স্টেডিয়ামে স্বশরীরে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
প্রকাশিত তালিকাভূক্তদের মধ্যে কারো করোনা টেস্ট পজিটিভ হলে দূতাবাসে না যেয়ে দূতাবাসের হেল্পলাইন ৮১৭৪৪২০৭ নাম্বারে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


