কবি মুহাম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির নতুন মহাপরিচালক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ৯:৪৮:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ: জাতিসত্তার কবি হিসেবে পরিচিত স্বনামধন্য কবি মুহাম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। তিনি কবি হাবিবুল্লাহ সিরাজীর স্থলাভিষিক্ত হলেন।
কবি নূরুল হুদা একজন কবি শুধু নন, তিনি ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচকও। তার জন্ম ১৯৪৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘ দিন বাংলা একাডেমির পরিচালক পদে ছিলেন।