সিলেটে মৃত্যু আরও ৫, নতুন শনাক্ত ৩৭৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ১:৫৮:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৩৭৫ জনের দেহে।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন সিলেটের। সেই সাথে শনাক্ত হওয়া ৩৭৫ জনের মধ্যে সিলেটের ২০২ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।
সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ২ জন, সুনামগঞ্জের ২ জন ও হবিগঞ্জের আরও ১ জনের প্রাণহানী হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৭৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২০২, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৩০ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৩৭৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ২১০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৩৬ ও মৌলভীবাজারে আরও ২৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ২৬০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৯০৫ জন, হবিগঞ্জে ২ হাজার ১৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩৭ জন, মৌলভীবাজারের আরও ১৯ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৭ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ৪৩ জন।