বৃষ্টিভেজা সেলফি তুলতে পাগলপারা হওয়ায় বজ্রপাতে নিভে গেল ১১ প্রাণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ১২:৪৬:২৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বৃষ্টির মধ্যে মোবাইল ফোন দিয়ে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে ভারতে।
রোববার রাজস্থানের রাজধানী জয়পুরের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
দর্শনার্থীদের কাছে জনপ্রিয় ১২ শতাব্দীর আমির দুর্গের ওয়াচ টাওয়ারে উঠেছিলেন বেশ কয়েকজন। এ সময় বৃষ্টি শুরু হলে সেলফি তোলা শুরু করেন কেউ কেউ। এরপরই বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যখন বজ্রপাত হয় তখন ওয়াচ টাওয়ার ও দেয়ালে ২৭ জন মানুষ ছিলেন। দুর্ঘটনার সময় কেউ কেউ লাফিয়ে নিচে পড়েও আহত হয়েছেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দর্শনার্থীদের কাছে ওই টাওয়ারটি বেশ জনপ্রিয়। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই যুবক।
হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই দুর্ঘটনা ছাড়াও রোববার রাজস্থানে বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ২০০৪ সাল থেকে ভারতে প্রতিবছর গড়ে বজ্রপাতে ২ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।