মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ১২:০৫:৫৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পরে ট্রাকচাপায় সোয়াত নামের তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোয়াত একই থানার আগরপুর মল্লিকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের সন্তান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী জানান, সন্ধ্যার দিকে শফিকুল মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সলঙ্গার দিকে আসছিলেন। পথে বনবাড়িয়া এলাকায় হঠাৎ সামনে চলে আসা মানসিক এক প্রতিবন্ধীকে সাইড দিতে ইমার্জেন্সি ব্রেক করেন শফিকুল। এ সময় আরোহী মায়ের কোল থেকে শিশু সোয়াত রাস্তায় পড়ে যায়।
এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় । ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।