কোপা আমেরিকা শেষ: কারা কত পেলেন প্রাইজমানি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ১১:০৯:৫২ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: এবারের কোপার আসর শেষ হল। জিতলো আর্জেন্টিনা। তবে এ কাপের কেবল দুই ধারে ডলারের স্তুপ না, চৌদিকে আছে ডলারের বান্ডিল বিস্তর।
এই আসরে শিরোপাজয়ী দল পেয়েছে এক কোটি মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকা)। যা গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি। এ ছাড়া হেরে যাওয়া দল পেয়েছে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকা)। এ প্রাইজমানি মূলত কলম্বিয়া ও আর্জেন্টিনায় যৌথভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারণ করা হয়।
এবারের আসরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের বাবদ ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে দেওয়া হয়েছিল।