জাপানে ভারী বৃষ্টি, লক্ষাধিক মানুষ অন্যত্র সরানোর নির্দেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ৩:১১:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : জাপানে শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে স্থানীয় সরকারকে। টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী আতামিতে মারাত্মক ভূমিধসের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে’র।
এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে কিউশু দ্বীপের তিনটি অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। যেকারণে ওই এলাকার বাসিন্দাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ দিতে স্থানীয় সরকারকে অনুরোধ করা হয়েছে।
এক সপ্তাহ আগেই সমুদ্র তীরবর্তী আতামিতে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ৯ জন মারা গেছে এবং ২০ জন নিখোঁজ রয়েছেন।