ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২১, ২:২৪:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের উপকুলবর্তী শহর মালাদো। আজ শনিবার (১০ জুলাই) সকালে হওয়া এটির তীব্রতায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে এর ফলে ইন্দোনেশিয়ায় সুনামি বা জলোচ্ছাসের কোনো সম্ভাবনা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোর ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল উত্তর সুলাওয়েসির মালাদো শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর–পূর্বে।
ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। এ কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে শতাধিক মানুষ মারা যায় এবং ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েন হাজারো লোক।