ওমানে কোরবানির ঈদে লকডাউন থাকবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৫:৩৩:৩৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আসছে ঈদুল আজহায় ওমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস।
জানা গেছে, ১৬ জুলাই থেকে এ লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা, যা কার্যকর থাকবে ঈদুল আজহা চলাকালেও। এই সময় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বিকাল ৫টা থেকে রাত ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে ঈদুল আজহার নামাজের জন্য, কোরবানির পশুর হাট এবং সব ধরনের গণজমায়েত লকডাউনের সময় নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক সম্মিলন, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মিলিত উৎসব উদযাপনও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।