কঠোর বিধিনিষেধের মাঝেও ১৪ জুলাই থেকে গরুর হাট বসবে, সংশয়ে ক্রেতা বিক্রেতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ৯:১৩:১৭ অপরাহ্ন
করোনার কারণে সরকারি কঠোর বিধিনিষেধ থাকলেও পশুবাহী ট্রাক ও পরিবহনগুলো আওতামুক্ত থাকবে। পশুবাহী গাড়িগুলো নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে প্রবেশ করতে পারবে।
অনুপম প্রতিবেদক: করোনা মহামারি ছড়িয়ে পড়ায় প্রতিদিন শত শত মৃত্যু ও হাজার হাজার আক্রান্তের প্রেক্ষাপটে এবার কোরবানির গরুর বাজার জমবে কিনা তা নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়েই সংশয়ে রয়েছেন। করোনা সংক্রমণ পরিস্থিতির মাঝেই গত বছরের কোরবানির ঈদ পার হয়েছিল। গরুর সংকট ছিল। হাট জমেনি করোনার কারণে। এবার কঠোর বিধিনিষেধ পরিস্থিতিতে আরেকটি কোরবানির ঈদ সামনে। কতটুকু জমবে হাট? ক্রেতারা যেতে পারবে কি হাটে লকডাউন পরিস্থিতিতে? যদি আগামী দুই সপ্তাহে সংক্রমণ আরও বাড়ে, তাহলে? এসব প্রশ্ন ক্রেতা বিক্রেতাদের মাথায় ঘুরছে।
এ ঈদের প্রধান আকর্ষণ গরুর হাট বসা ও ঢাকায় গরু আসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রাজধানীবাসী। তাদের আশঙ্কা গতবছরের মতো এবারও ঢাকার হাটগুলোতে গরুর সংকট দেখা দিতে পারে।
অনেকেই বলছেন, গত বছরের চেয়েও এবার ভয়াবহ আকারে পশুর সংকট দেখা দেবে সারাদেশে গরুর হাটে। করোনাভাইরাসের বৃদ্ধি ও সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যে পশুরহাট কতটা জমবে এবং কত পশু হাটে উঠবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। হাটে গরু উঠলেও দাম নিয়েও সংশয় কাজ করছে।
জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৫টি পশুরহাট বসবে। এরমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৪টি এবং উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১১টি হাট বসানোর কথা রয়েছে।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, আগামী ১৪ জুলাই থেকে ঢাকার কোরবানির হাটগুলোতে পশু বেচাকেনা শুরু হবে। করোনার কারণে সরকারি কঠোর বিধিনিষেধ থাকলেও পশুবাহী ট্রাক ও পরিবহনগুলো আওতামুক্ত থাকবে। পশুবাহী গাড়িগুলো নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে প্রবেশ করতে পারবে। এ ব্যাপারে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।