ভূমিকম্প সিলেট ঢাকাসহ কয়েক জেলায় অনুভূত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ১০:৫৩:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ: সিলেটসহ রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, জামালপুর, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের লক্ষ্মীপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। আজ বুধবার সকাল ৯টা ১৫/১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানায়, আসামের লাখিপুর শহরের সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার পৃথিবীর গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।