দেশবরেণ্য ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৫:৩১:৪৮ অপরাহ্ন
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি: দেশবরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (৫ জুলাই) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি “রাজু আহমেদ “ও সাধারন সম্পাদক “সাদ্দাম হোসেন” এর নেতৃত্বে কুড়িগ্রামে জন্মগ্রহনকারী বাংলা সাহিত্যের অমর এই লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে বিচরণকারী এই খ্যাতিমান লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, মোনাজাতে দেশের চলমান করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি , সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারী কলেজের সহকারী অধ্যাপক ইলিয়াস আহমেদ, ছাত্রলীগ নেতা ফিরোজ শাহী,আশরাফুল, আশিক, আনোয়ার,রাব্বী,রাকিব,রিপন,শাহিন,তৌফিক মোল্লা সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।




