১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়লো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৩:১৬:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ-যে শুরু হয়েছে সারাদেশে, তা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ বাড়ানো হয়েছে।
এর আগে লকডাউনের চুতর্থ দিন রোববার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।