‘আমরা ক’জন’-র উদ্যোগে লন্ডনে মধুমাস উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২১, ২:১৫:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মধুমাস জ্যৈষ্ঠের আনন্দ উদযাপিত হলো গত ১লা জুলাই বৃহস্পতিবার “আমরা কজন “সংগঠন এর উদ্যোগে। সংগঠনের চেয়ারম্যন মুন কোরেশী আয়োজন করেন প্রায় হারিয়ে যাওয়া এ উৎসব।
বাংলাদেশে সচরাচর পালিত হলেও লন্ডনে এর অভাব উপলব্ধি করে “আমরা কজন” এর চেয়ারম্যান কয়েকজন সদস্যকে নিয়ে আয়োজন করেন ফল ফ্রুট দিয়ে সাজানো বর্ণিল অনুষ্ঠান। এতে ছিল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু, তরমুজসহ নানা রকম রসালো ফলের সমারোহ। এর সাথে ছিল মুনের রান্নাঘরের বহুবিধ সুস্বাদু খাবার। সব মিলিয়ে সম্পূর্ণ বাঙ্গালিয়ানা পরিবেশে উদযাপিত হলো মধুমাস উৎসব।
সংগঠনের চেয়ারম্যান মুন কোরেশী বলেন, এভাবে নানা রকমের উৎসবের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমরা। ধারন করতে পারি হৃদয়ে প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবিন, শিরিন সুলতানা, সুফিয়া আলম, ফাতিমা, মনোরমা, পারু, মরিয়াম, শাহরিয়ার সহ আরো অনেকে।


