লকডাউন তৃতীয় দিন: যানবাহন ও মানুষ বাইরে কম, চেকপোস্টে কঠোর নজরদারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২১, ৮:২২:০১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের যাতায়াত কম লক্ষ্য করা গেছে। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী যানবাহন চলছে।
আজ শনিবার রাজধানী বিভিন্ন সড়কে পুলিশের সাথে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আগের থেকে চেকপোস্টের সংখ্যা বাঁড়ানো হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৬৮টি গাড়ি ও ২০৮ জনকে।
কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেটের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।
সারাদিন মেঘাচ্ছন্ন সিলেটের আম্বরখানা বন্দর বাজার, দক্ষিণ সুরমা, কুমারগাঁও তেমুখী বাইপাস, শাহপরান পয়েন্ট, টিলাগড়, বিমানবন্দর সড়ক, ফেঞ্চুগঞ্জ সড়কসহ মহানগরের প্রতিটি প্রবেশদ্বারে চেকপোস্টে মোটরসাইকেল, রিকশা, মাইক্রো, প্রাইভেটকারগুলোকে থামানো হচ্ছে। যৌক্তিক কারণ থাকলে তাদের যেতে দেওয়া হচ্ছে। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।