দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু’র রেকর্ড, আক্রান্ত ৮৩০১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২১, ৭:২৮:২৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।
বৃহস্পতিবার ১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে জানা গেছে, গত একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন ৩৫ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭৬ জন। এই বিভাগে শনাক্তের হার ২২ দশমিক ৮৫ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ। মারা গেছে ১২ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৩ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২৮০ জন। শনাক্তের হার ২৭ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ১৫ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৪২ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৯ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৯ জন। শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১০ জন। শনাক্তের সংখ্যা ৪৬৫ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৭৮ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৪৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৬৩ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্তের সংখ্যা ২৮৬ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪০ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১৯৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ।