বিজিবি রাস্তায়, ১০৬ ম্যাজিস্ট্রেট এ্যাকশনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২১, ১:৩০:৩২ অপরাহ্ন
অনুপম নিউজ: করোনা সংক্রমণরোধে আজ বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সরকারি বিধিনিষেধ কার্যকরে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। সারাদেশে রাস্তায় এ্যাকশনে রয়েছেন ১০৬ ম্যাজিস্ট্রেট।
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর লকডাউনের প্রথমদিনে সিলেট নগরের বিভিন্ন সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহলরত দেখা গেছে। এসময় জরুরী প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘর থেকে বেরুতে অনুৎসাহিত করছেন বিজিবি সদস্যরা।
এদিকে সিলেটের কঠোর লকডাউন কার্যকর করতে বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এছাড়া সিলেট নগরজুড়ে সচেতনতা বাড়াতে ও নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি করপোরেশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসাথে নগরের একাধিক মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করছেন ম্যাজিস্ট্রেট।




