সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল বন্যা কবলিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ৮:২৫:২৪ অপরাহ্ন
অনুপম নিউজ: দিনভর বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল। বানের ঘোলাটে পানিতে ডুবে গেছে রাস্তা-ঘাট। স্কুল-মাদ্রাসাসহ বহু গ্রামের বাড়িতে পানি ঢুকে গেছে। বাজারের জায়গায় বাজার নাই, শুধু পানি। নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়েছে সিলেট বিভাগের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। দূর্ভোগে রয়েছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাজারো মানুষ। অনেক গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট।