২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২৬২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ৭:২৬:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৩ জন। শনাক্ত ২৬২ জন। আক্রান্ত রোগীর ১৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৭ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২৫ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৬৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১০জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭৩ জন।