দেশে করোনায় মৃত্যু ১১৫, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮ হাজার ৮২২ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ৬:৩৪:২৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। দেশে এটি হচ্ছে একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের।
আজ ৩০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ১৭ জন ঢাকার। এ ছাড়া চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ২৩, খুলনায় ৩০, বরিশালে ২, সিলেটে ৩, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।