আভ্যন্তরীণ বন্ধ, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকছে কাল থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২১, ২:২৭:৫৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হওয়া এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞার সময় দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।
আজ বুধবার ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তবে অভ্যন্তরীণ ফ্লাইটসহ সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহণ ও সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।




