ওসমানী মেডিক্যালের ল্যাবে করোনা আক্রান্ত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২১, ১১:৫৩:৩২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেটে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাস থেকে পুরো বিভাগে বেড়ে গেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার।
মঙ্গলবার ২৯ জুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সুপারভাইজার ডা. শান্তনু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮২ জন, সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং সুনামগঞ্জ জেলার ১৫ জন।