সিলেট হেড পোস্ট অফিসে শিক্ষর্থীদের উপবৃত্তির পিন নিতে শত শত অভিভাবকের ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২১, ৫:২৩:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সারাদেশে চলছে ‘সীমিত লকডাউন’। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মানতেই হবে । কিন্তু শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে সিলেট নগরের বন্দরবাজারের হেড পোস্ট অফিসে শত শত অভিভাবকের দীর্ঘলাইন।
সকাল থেকে সন্ধ্যা অবধি পোস্ট অফিসে উপবৃত্তির পিন নাম্বারের জন্য এ স্বাস্থ্যবিধি না মানা ভিড়। অভিযোগ করেছেন লাইনে দাঁড়ানো লোকেরা যে, পোস্ট অফিসের ক্যাশে বসা পিন নাম্বার প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা গপ্ করছিলেন বাইরের ভিড় গুরুত্ব না দিয়ে।




