সিলেটে ঢুকতে বাইরে যেতে বাধা পুলিশের, প্রথম দিনে ৫৫ মামলা, ৪১ গাড়ি জব্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২১, ১২:২১:২৮ অপরাহ্ন
অনুপম নিউজ: সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট শহর অনেকটা ঢিলেঢালা দেখা গেছে। সিএনজি রিক্সায় রাস্তা ভরা। যেনবা সকলেই জরুরি কাজে বাইরে কোথাও যাচ্ছেন। তবে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, সিলেটের ভেতরে কেউ যাতে প্রবেশ করতে ও বাইরে যেতে না পারে সেজন্য মহানগর পুলিশ সর্তক রয়েছে। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি থানা ও ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। সেই সাথে ট্রাফিক পুলিশের একাধিক টিম থানা পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে। সিলেট মহানগরী এলাকায় পুলিশের ১৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।
সোমবার লকডাউনের প্রথম দিনে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫ টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও ৪১ টি বিভিন্ন ধরনের গাড়ি জব্দ করেছে এসএসপি। বিধি ভঙ্গ করে সড়কে চলাচলের কারণে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।



