১-৭ জুলাই সাধারণ ছুটি না, নিষেধাজ্ঞা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৯:০৫:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ১-৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন চলাকালে সাধারণ ছুটি থাকবে না। এটি ‘নিষেধাজ্ঞা’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার ২৮ জুন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে সকালে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ৭ দিন সারাদেশ সাধারণ ছুটি থাকবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা।’
আপনারা এটিকে লকডাউন বলতে রাজি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউন মানে টোটাল ক্লোজ করতে হয়, কিন্তু টোটাল ক্লোজ করে দিলেতো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।’




