এবার লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৫:৫৫:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও দেশে কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছে।
আগামীকাল সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র। লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনী মাঠে থাকবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার ২৭ জুন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
লকডাউন ভালভাবে পালনে সেনাবাহিনীর পাশাপাশি টহলে থাকবে পুলিশ ও বিজিবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।




