বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী হলেন সাজিদ জাভিদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৪:৪৮:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: যে-তরুণ ছেলেটির মা বাবা পাকিস্তানের পাঞ্জাবের কৃষক পরিবার থেকে, যে-ছেলেটি জন্মসূত্রে ব্রিটিশ, তবু তাঁকে পাকিস্তানি বিবেচনায় নিয়ে বৃটেনে বর্ণবাদী হামলার শিকার হতে হয়েছিল, সেই তরুণ সাজিদ জাভিদ অর্থমন্ত্রী হয়েছিলেন যুক্তরাজ্যের। এবার ব্রিটেনে করোনা সংক্রমণে আরোপিত বিধিনিষেধের মধ্যেই সহকারীকে চুমু খেয়ে পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হচ্ছেন।
শনিবার ২৬ জুন ডাউনিং স্ট্রিট থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নাম জানানো হয়।
এর আগে, ২০২০ সালে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতের অমিল হওয়ায় অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সাজিদ।
এদিকে, মে মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন অভিজ্ঞ সাজিদ জাভিদ।