চলন্ত বিমান থেকে লাফ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ১:০৭:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত বিমান থেকে লাফ দিয়ে নিচে নামতে আহত হয়েছেন এক যাত্রী । ফেডারাল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ওই যাত্রী ককপিটে ঢোকার জন্য কয়েকবার চেষ্টা করেন। এরপরই বিমানের জরুরি দরজা খুলে লাফ দেন। তাকে ট্যাক্সিওয়েতে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ফ্লাইটে কর্মরত ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে যাত্রীটি তার আসন থেকে উঠে পড়েন। এই সময় ওই যাত্রী দরজা ভেঙ্গে ককপিটে প্রবেশের চেষ্টা করেন। পরে তিনি জরুরি দরজা খুলতে সক্ষম হন এবং চলন্ত বিমান থেকে লাফ দেন।
বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইটে অনাকাঙ্খিত এমন ঘটনা ব্যাপকহারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বার এমনটা হয়েছে। খবর বিবিসি।
লস এঞ্জেলসে দুদিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে বৃহস্পতিবার এক চালক গাড়ি নিয়ে বিমানবন্দরের বেড়া ভেঙ্গে রানওয়েতে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে।