সিলেট মহানগরে ৩ হাজার পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে থাকছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২১, ১০:৩০:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সোমবার থেকে সীমিত ও বৃৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে শক্ত প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
জানা গেছে, সরকারি নির্দেশনা মতে জরুরি সেবা ছাড়া সিলেট নগরীতে কোন গাড়ি চলতে দেওয়া হবে না। এমনকি মোটরসাইকেল নিয়েও উপযুক্ত কারণ ছাড়া কেউ রাস্তায় চলতে পারবেন না। গেল লকডাউনের সময় সিলেট নগরী ও শহরতলীর ১৪ পয়েন্টে যেভাবে বাঁশের বাঁধ তৈরি করা হয়েছিল ঠিক এভাবেই এবারের লকডাউনেও বাঁশের বাঁধ তৈরি করা হতে পারে। এছাড়া এসএমপিতে কর্মরত ৩০০০ হাজার পুলিশ এবারের লকডাউন বাস্তবায়নে কাজ করবে বলেও জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যা তাহের শনিবার রাতে সংবাদমাধ্যমকে জানান, লকডাউন বাস্তবায়নে এসএমপির ৬টি থানা পুলিশ মাঠে কঠোর অবস্থানে থাকবে। পুলিশ লাইন্স থেকে স্পেশাল টিম গঠন করে মাঠে নামানো হবে। এছাড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরীর পয়েন্টে পয়েন্টে বসানো হবে চেক পোস্ট। জিজ্ঞাসাবাদ করা হবে পথচারী কিংবা গাড়ি চালকদের। উপযুক্ত কারণ ব্যতিত কাউকে চেক পোস্টে কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরো জানান, নগরীর মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়া হচ্ছে কিনা সেদিকেও পুলিশ খেয়াল রাখবে।




