মানুষ ছুটছে গ্রামের দিকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২১, ৩:১১:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মানুষ ছুটছে গ্রামের দিকে। কারণ সোমবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউন। শনিবার ২৬ জুন সকাল থেকে দেশের বিভিন্ন ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা আসছে; এমন সংবাদের পর থেকেই গ্রামের নিরাপদ ঠিকানায় যেতে ব্যতিব্যস্ত মানুষ।
মাওয়া নৌ-পুলিশের পরিদর্শক সিরাজুল কবির জানান, ১৪টি ফেরি জরুরি সেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মানবিকতা বিবেচনায় যাত্রী ও ব্যক্তিগত যানবাহনও পারাপার করা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাফিক ও জেলা পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া প্রতিটি উপজেলাসহ জেলা সদরেই ছয়টি চেকপোস্ট রয়েছে। জরুরি সেবাসমূহের দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।




