২৬ জুলাই সিলেট-৩ আসনে ডেমো ভোট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২১, ১২:৪২:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ২৮ জুলাই সিলেট-৩ আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিন আসনের প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে।
এই প্রথম সিলেটের কোনো আসনের প্রতিটি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আসনটির ভোটাররা পরিচিত নন এই ভোটিং মেশিনের সঙ্গে। তাই ভোটাররা যাতে ভোটের দিন স্বচ্ছন্দে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনের একদিন আগে অর্থাৎ- ২৬ জুলাই সিলেট-৩ আসনের প্রতিটি কেন্দ্রে ‘ডেমো ভোট’ অনুষ্ঠিত হবে।
শুক্রবার ২৫ জুন সকালে সিলেট-৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের বিষয়টি জানিয়ে সকল প্রার্থী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন বলেন, আগামী মাসের ২৬ জুলাই, অর্থাৎ নির্বাচনের একদিন আগে সিলেট-৩ আসনের প্রতিটি কেন্দ্রে ‘ডেমো ভোট’ গ্রহণের আয়োজন করা হবে। এদিন ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়টি সরাসরি দেখে ও জেনে নেবেন। এতে নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে ভোট দিতে গিয়ে আর অসুবিধায় পড়বেন না।
বিশেষ করে নারী ও বৃদ্ধ ভোটারদের কথা চিন্তা করে এমন আয়োজনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করে বলে তিনি জানান।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।




