অর্ধেক মানুষও স্বাস্থ্যবিধি মানছে না, শনাক্ত ২০ শতাংশের বেশি, সিলেট শাটডাউন যেকোনো সময়!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২১, ১১:৩৬:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা। করোনারোগীর জন্যে একমাত্র ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল প্রায় পূর্ণ রোগীতে। কয়দিন আগে হাসপাতালের অর্ধেকের বেশি খালি ছিল।
উল্লেখ্য, সারাদেশের ব্যাপারে গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘সরকারের প্রস্তুতি আছে, যেকোনও সময় কঠোর সিদ্ধান্ত আসতে পারে।’
গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল সংক্রমণ ২০ শতাংশের উপরে গেলে প্রতি জেলায় সারাদেশ সম্পূর্ণ লকডাউনে যেতে হবে। গত এক সপ্তাহে সিলেটে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২২ শতাংশে। একদিকে আক্রান্ত শনাক্তের হার বৃদ্ধি, অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ায় পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিগগিরই সিলেটে লকডাউন বা শাটডাউন ঘোষণার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রমতে, গেল কয়েকদিন ধরে আক্রান্ত শতকের নিচে নামছেই না। গেল এক সপ্তাহে সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬০৬ জন। এর আগের সপ্তাহে শনাক্তের সংখ্যা ছিল ৫১১ জন।
সিলেটে বর্তমানে ঘরে ঘরে সর্দি, জ্বর ও কাশির মতো করোনার উপসর্গ দেখা দিলেও অনেকেই নমুনা পরীক্ষা করা থেকে বিরত থাকছেন। ফার্মেসি থেকে ঔষধ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, করোনারোগীর জন্যে নিবেদিত এক শ’ শয্যার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকতেন ৪০-৪৫ জন। এখন ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫-৯০ জনে। সংক্রমণ না কমলে শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী জায়গা দেয়া সম্ভব হবে না। তখন রোগীদের খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা আইসোলেশন সেন্টারে পাঠাতে হবে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, গেল এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দ্বিগুণ বেড়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুণ। আক্রান্ত শনাক্ত, হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যু এভাবে বাড়তে থাকলে সিলেটকে লকডাউন বা শাটডাউনের আওতায় আনার কোনো বিকল্প থাকবে না। করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে ডা. জন্মেজয় দত্ত বলেন, মানুষ বেপরোয়া চলাফেরা করছে। অর্ধেক মানুষও সঠিকভাবে মাস্ক ব্যবহার করছে না। স্বাস্থ্যবিধি না মানায় দিন দিন সিলেটের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মানা ছাড়া অবস্থার উন্নতি ঘটানো কোনোভাবেই সম্ভব হবে না।




