বৃটেনের বেথনাল গ্রিন ও বো লেবার পার্টি বিএএমই শাখার নতুন কমিটি নির্বাচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২১, ১২:৩১:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রত্যেক পদে একজন করে প্রার্থী থাকায় বৃটেনের বেথনাল গ্রিন ও বো লেবার পার্টি বিএএমই শাখার নতুন কমিটি নির্বাচিত ঘোষণা করেছে সেখানের নির্বাচন কমিশন ২১ জুন জুম ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে।
নির্বাচিতরা হলেন, চেয়ারপার্সন আজমল হোসেন, ভাইস চেয়ারপার্সন কামরুন্নাহার শাহজাহান, সেক্রেটারি বাবুল খান, ট্রেজারার নাজমা হোসাইন, কো-ভাইস চেয়ার সেলিম উল্লাহ, কমিউনিকেশনস অফিসার তারিক খান, ক্যাম্পেইন অফিসার লিটন হোসাইন ও নজরুল ইসলাম, ওমেনস অফিসার শাহিদা রহমান, মেম্বারশিপ অফিসার আনিসুর রহমান আনিস, কমিউনিটি ইনভল্ভমেন্ট অফিসার্স নাসরিন খানম ও হামিদা ইদ্রিস, ফান্ডরাইজিং অফিসার সাদ চৌধুরী। তাছাড়া জিসি সদস্য হামিদা ইদ্রিস ও শাহ বেলাল।
সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ও টাওয়ার হেমলেট লেবার পার্টি বিএএমই (২০১৩-২০১৭) আনিসুর রহমান আনিস।
জুম সভায় বার্ষিক সাধারণ সভা আয়োজনে বিশেষ ভূমিকা রাখায় রফিক উল্লাহ ও মুহাম্মাদ আবদিকে ধন্যবাদ জানানো হয়।