চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ৯২.৭৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ৯:১০:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৬৯টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় এই জেলায় ২৪ ঘণ্টার করোনা শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে চুয়াডাঙ্গায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২২ জন, দামুড়হুদায় ১০ জন, আলমডাঙ্গায় ১০ জন এবং জীবননগরে ২২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ১২৫টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হন ৮২ জন এবং শনাক্তের হার ছিল ৬৫.০৬ শতাংশ। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছিল একজনের। তার আগের ২৪ ঘণ্টায় ১১৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫৯ জন এবং শনাক্তের হার ছিল ৫০ শতাংশ। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২০ জন এবং মারা গেছেন ৮৯ জন।
বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮৭ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬৩০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন এবং বিভিন্ন জায়গায় রেফারড আছেন চার জন।




