দেশে করোনায় আরও ৮৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫,৭২৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ৬:৪৮:০৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হলো।
বুধবার ২৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ৩০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১৮ জন, বরিশালে ১ জন, খুলনায় ৩৬ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।