তরুণী নিখোঁজ সিলেট শহর থেকে, সব থানায় বার্তা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২১, ১:৪৪:৩৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট মহানগরের খাসদবির থেকে সাবরিনা সুলতানা রুমি (২২) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। হাঁটার জন্য রোববার ২০ জুন বিকেল ৫টার দিকে বাসা থেকে বেরিয়ে গেলে আর বাসায় ফেরেননি তিনি।
সোমবার ২১ জুন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।
সুলতানা রুমি সিলেটের খাসদবির এলাকার ইলাশকান্দি রোড়ের উদয়ন ৪৭/এ বাসার বাসিন্দা ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলুকিটর বহর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
এ ঘটনায় নিখোঁজ তরুণীর সন্ধানে বিভিন্নস্থানে ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে না পাওয়ায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় রুমির বাবা সাধারণ ডায়েরি (নম্বর-৯২০) করেন। পুলিশ রুমির নিখোঁজ হওয়ার খবর সিলেটের সব থানায় জানিয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ সাবরিনা সুলতানা রুমির উচ্চতা-৫ ফুট, তার গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গঠন, স্পষ্ট কথা বলতে পারে, মাথায় চুল কালো, পড়নে কালো বোরকা, হাতে ও পায়ে কালো মোজা, প্রিন্টের স্কার্ফ ছিল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিখোঁজ রুমির সন্ধান পেলে তার সঙ্গে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।




