বহিস্কারের পর শফি চৌধুরী জানালেন কী কারণে বিএনপি মুসলিম লীগ হচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২১, ২:৩২:০৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিএনপি থেকে বহিস্কারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেট-৩ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বিএনপির নানা দুর্বলতা তুলে ধরেছেন।
সিলেট-৩ আসনের দু’বারের সাবেক এই সাংসদ রোববার এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির অবস্থা দিন দিন মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে।
শফি চৌধুরী জানান, কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে বিষয়টি তিনি আঁচ করতে পেরেছিলেন। তাই মানসিক প্রস্তুতি তাঁর ছিলো।
তিনি বলেন, ‘আমি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। তাঁর হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। এখন যাঁরা নেতৃত্বে আছেন, তাঁরা হয়তো তখন রাজনীতি কী জিনিস সেটাই বুঝতেন না।
দল থেকে বহিষ্কারের কোনো চিঠি এখনও তার কাছে আসেনি উল্লেখ করে শফি চৌধুরী বলেন, বিষয়টি আমি গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি।
তিনি বলেন, ‘আমাকে শোকজ করা হয়েছিলো। আমি তিন পাতার একটি চিঠিতে জবাব দিয়েছিলাম। সেখানে আমি নির্বাচন করার কারণ সম্পর্কে বিস্তারিত বলেছি। বলেছিলাম- এলাকার মানুষের চাওয়া, জনতার চাপে পড়ে আমি ভোটে দাঁড়িয়েছি। বিএনপি ভোটের দল। ভোটে না যেতে যেতে মাঠপর্যায়ে খুবই করুণ অবস্থায় আছে দলটি। ইলেকশনে না গিয়ে বিএনপির অবস্থা দিন দিন মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মাটি ও মানুষের রাজনীতি করি। এই রাজনীতি থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। বিএনপির স্থানীয় কিছু নেতা বিভিন্ন সময় আর্থিকভাবে ফায়দা নেন, তাঁরাই কেবল সক্রিয়। তবে আমার পক্ষে জনসাধারণ সক্রিয়। জীবনের শেষ এই নির্বাচনে নিশ্চিত বিজয়ী হব।’




