‘মৃধা শো’ প্রথম বর্ষপূর্তি উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২১, ৮:৪৭:২১ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ব্রিটেনে অনলাইন টেলিভিশনের দর্শকনন্দিত জনপ্রিয় একটি অনুষ্ঠান ‘মৃধা শো’। শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও বিরামহীনভাবে নতুন নতুন অতিথি এবং বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক পথ চলার এক বছর পূর্ণ হলো। তাই এ বছরপূর্তি উদযাপনের আয়োজন।
১৯ জুন ২০২১ বিকাল ৫টায় ইস্ট লন্ডনের লন্ডন বাংলা ভয়েজ পেইজ অফিসে এমএএইচ অনলাইন টিভির সিইও বিশিষ্ট আইনজীবি মোহাম্মাদ আব্দুল হামিদ টিপুর সভাপতিত্বে ও সাংবাদিক মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন কয়েস এবং মোছাম্মৎ জিনাত আরা জায়েদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার-আহবাব হোসেন, প্রধান বক্তা সাংবাদিক আব্দুল মমিন ক্যারল, বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বাসিদ রাফি, কমিউনিটি এ্যাক্টিভিস্ট দিলু চৌধুরী। উপস্থিত অতিথিরা কেক কেঁটে ‘মৃধা শো’ বর্ষপূর্তি উদযাপন শুরু করেন।
অনলাইনে এতে অংশ গ্রহণ করেন। সিনিয়র সাংবাদিক উদয় সংকর দাস, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার শিক্ষক আফসার উদ্দিন এমবিই, সাংবাদিক মকিস মনসুর, সাংবাদিক তৌফিক মিনার, কবি সাহিত্যিক আবু সুফিয়ান চৌধুরী , হাওয়া টিভির প্রেজেন্টার শাহনুর, সাংবাদিক মোহাম্মদ কাউসার, শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, সংস্কৃতি কর্মী সাঈদা চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার খান সহ আরো অনেকে।
বক্তারা ‘মৃধা শো’-র সাফলতা তুলে ধরে বলেন ২০২০ সালের ২০ জুন থেকে প্রতি শনিবার এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজে নিয়মিত প্রোগ্রাম করে আসছে। ধারাবাহিক প্রোগ্রামের কোন ছন্দপতন ঘটেনি। প্রতি শনিবার নিয়মিত প্রোগ্রাম হয়েছে। কোন কোন শনিবার দুটি করে প্রোগ্রাম করা হয়েছে।
নিয়মিত শনিবারের অনুষ্ঠানে এখন পর্যন্ত একবার অতিথি হয়ে এসেছেন এ রকম অনেক আছেন।
পৃথিবীর বহু দেশ থেকে অতিথিরা অংশ গ্রহণ করেছেন। আমেরিকা, ফ্রান্স , জাপান, ইতালী আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেছেন।
প্রতিটি অনুষ্ঠান ভিন্ন মাত্রায় ভিন্ন সৌন্দর্যে সাজানো হয়। প্রতিটি অনুষ্ঠানে থাকে ভিন্ন ইমেজ ও নতুনত্ব।
এতে তুলে ধরা হয় সমাজের নানা অসংগতি এবং নিজেদের সংস্কৃতির বিকাশে কারো কৃতিত্ব তুলে ধরা হয়। ‘মৃধা শো’ নিজস্ব মান অব্যাহত রাখবে, এটাই সবার প্রত্যাশা।
পরিশেষে, সকল দর্শক, অতিথি এবং শুভাকাংখিদের ধন্যবাদ জানিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ করা হয়।