সিলেটে রবিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২১, ৪:১৬:৩৬ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: সিলেট নগরীর কয়েকটি এলাকায় মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রবিবার (২০ জুন) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শনিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শাহজালাল উপশহর রোড, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক ও শিবগঞ্জ পয়েন্ট এবং এর আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়ীক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।



