রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২১, ৯:২১:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে র্যাবের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ছাতকের মধুখানী রোড শ্যামপাড়া গ্রামস্থ আকিজ প্লাস্টিক কোম্পানীর কাছে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশী রিভলবার ও এক রাউন্ড গুলিসহ মো. ছালেহ আহমদ (২২)-কে আটক করা হয়। সে উপজেলার চেছানের মৃত আলতাব আলীর ছেলে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।